Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

চৌগাছায় ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

এখন সময়: বৃহস্পতিবার, ২৪ এপ্রিল , ২০২৫, ০৭:১৪:৩৩ পিএম

 

চৌগাছা প্রতিনিধি: যশোরের চৌগাছায় মিঠু হোসেন (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে ১০ বছর বয়সী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৬ মার্চ) বেলা ১১ টার দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের গুয়াতলি গ্রামে এ ঘটনা ঘটে। মিঠু একই গ্রামের আব্দুস সালামের ছেলে।

ভিক্টিম শিশু মেয়েটিকে পরীক্ষা-নিরীক্ষার জন্য যশোর জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।

শিশুটির বাবা অভিযোগ করে বলেন, বেলা ১১ টার দিকে তার ৩য় শ্রেণিতে পড়ুয়া মেয়ে  তাদের বাড়ির সামনে খেলা করছিল। মেয়েটির দাদী পাশের বাগানে মেহগনি গাছের পাতা কুড়াচ্ছিল। এ সময় মিঠু শিশুটিকে তার দাদি ডাকছে বলে ডেকে নিয়ে যায়। বাগানের মধ্যে নেয়ার আগেই মিঠু শিশুটির মুখ চেপে ধরলে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এতে মেয়েটির জামা ছিড়ে যায়। এক পর্যায় শিশুটি মিঠুর হাতে কামড় দিলে মিঠু তাকে ছেড়ে দেয়। এ সময় শিশুটি চিৎকার করলে তার দাদী ও প্রতিবেশিরা এগিয়ে আসলে মিঠু পালিয়ে যায়।

পরে শিশুটিকে উদ্ধার করে চৌগাছা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক সঞ্চিতা সেন বলেন, শিশুটির মুখে ও বুকে আঁচড়ের চিহ্ন রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর জেনারেল হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) রেফার করা হয়েছে।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) মেহেদি মাসুদ বলেন, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)