Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মোংলা বন্দরে গাড়ি আমদানি কমায় রাজস্ব আয়ে প্রভাব পড়ার আশঙ্কা

এখন সময়: মঙ্গলবার, ১ জুলাই , ২০২৫, ০৪:১৪:৫৪ পিএম

 

ম.ম.রবি ডাকুয়া, মোংলা: রাজধানী ঢাকার ব্যবসায়ীদের গাড়ি আমদানির ক্ষেত্রে মোংলা বন্দরে সুযোগ-সুবিধা সবচেয়ে বেশি। তবে সাম্প্রতিক সময়ে এই বন্দর দিয়ে গাড়ি আমদানি কমে গেছে। গাড়ি আমদানি কমে যাওয়ায় কাস্টম হাউজের রাজস্ব আদায়ও কমেছে। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিকে দায়ী করছেন অর্থনীতিবিদ  ও বিশেষজ্ঞরা।

মোংলা কাস্টম হাউজ কর্তৃপক্ষ জানায়, গাড়ি আমদানি থেকে কাস্টমসের সবচেয়ে বেশি রাজস্ব আদায় হয়। কাস্টমসের মোট রাজস্ব আদায়ের প্রায় ৫৯ শতাংশই আসে গাড়ি থেকে। কিন্তু গাড়ি আমদানি কমে যাওয়ায় চলতি অর্থবছরে কাস্টমসের রাজস্ব কমেছে ৪৩৫ কোটি টাকা। রাজস্ব কমার হার সাড়ে ২১ শতাংশ।

মোংলা কাস্টম হাউজের কমিশনার ম. সফিউজ্জামান জানান, ২০২৪-২৫ অর্থবছরের ১১ মাসে (মে পর্যন্ত) মোংলা বন্দরে গাড়ি এসেছে ১১ হাজার ৬৭৬টি। এ থেকে রাজস্ব আদায় হয়েছে এক হাজার ৫৭৮ কোটি টাকা। এর আগে ২০২৩-২৪ অর্থবছরে গাড়ি এসেছিল ১৩ হাজার ৭৯২টি। তাতে রাজস্ব আদায় হয়েছিল দুই হাজার ১৩ কোটি টাকা। অর্থাৎ গত অর্থবছরের তুলনায় চলতি বছর কাস্টমসের রাজস্ব কমেছে ৪৩৫ কোটি টাকা। আর গাড়ি আমদানি কমেছে দুই হাজার ১১৬টি।

কারণ প্রসঙ্গে কমিশনার ম. সফিউজ্জামান বলেন, দেশের চলমান পরিস্থিতি, দাম বৃদ্ধিসহ ডলার সংকট ও আমদানিকারকদের নানা কারণে মূলত গাড়ি আমদানি কমেছে।

তবে আশার কথাও শোনান মোংলা কাস্টম হাউজের এই কর্মকর্তা। তিনি বলেন, এ পরিস্থিতি থাকবে না। আশা করা যাচ্ছে আগামীতে গাড়ি আমদানি ফের বাড়বে।

গাড়ি আমদানিকারক ও বারভিডার (রিকন্ডিশন্ড গাড়ি ব্যবসায়ীদের সংগঠন) সাবেক সভাপতি হাবিবুল্লাহ ডন বলেন, দেশের অস্থির অর্থনীতি, বিগত ৫ আগস্টের পর থেকে গাড়ি বিক্রি কমে যাওয়া, ক্রেতা না থাকা, মানুষের মাঝে আতঙ্ক, বড় একটা গ্রুপ গায়েব ও ব্যাংক ইন্টারেস্ট রেট ১৫% হওয়াসহ নানা সমস্যার কারণে গাড়ি আমদানি কমে গেছে।

তিনি আরও বলেন, দেশে নতুন কোনো সরকার না আসা পর্যন্ত আপাতত গাড়ি আমদানি বাড়ার তেমন একটা সুযোগের সৃষ্টি হচ্ছে না।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)