Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বাগেরহাটে জুলাই পুনর্জাগরণ পালনের প্রস্তুতি সভা

এখন সময়: বুধবার, ৯ জুলাই , ২০২৫, ০৩:২০:৪৭ এম

 

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. মো. ফকরুল হাসানের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা হয়।

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা বাস্তবায়নে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পি, বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম  হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম, জেলা জামায়াতের আমির মাও. রেজাউল করিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক এম এম সাদ্দাম হোসেন।

সভায়, আগামী ৫ আগস্ট পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান, জুলাই মনুমেন্ট তৈরি, জুলাই , বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণআন্দোলন বিষয়ক চলচ্চিত্র প্রদর্শনসহ নানা অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)