আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা পৌর জামায়াতের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে আলমডাঙ্গা গোবিন্দপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
এসময় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হোসাইন টিপু, উপজেলা জামায়াতের আমির শফিউল আলম বকুল, পৌরসভা জামায়াতের আমির মাহের আলি, উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজা, জামায়াত নেতা অধ্যক্ষ মাওলানা জুলফিকার আলি, পৌর জামায়াতের সেক্রেটারি মসলেম উদ্দিন, সহ সেক্রেটারি সাইফুল্লাহ হাসান, পৌর সহকারী সেক্রেটারি, আশকার আলী, তাছাড়া আরো বক্তব্য রাখেন জামাত নেতা আবু হানিফ,কাজী আব্দুস সালাম, মো. ইসমাইল, আশরাফুল আলম বাবু, শামসুল আরেফিন রিপন, গোলাম মোক্তাদির প্রমুখ।
আলোচনা সভার শেষে গোবিন্দপুর মাঠপাড়া ও শহরের আলিফ উদ্দিন রোড মোড়ে জনসাধারণের মাঝে বিভিন্ন ধরনের গাছের চারা বিতরণ করা হয়।