মাগুরা প্রতিনিধি : মব সন্ত্রাস ও নারী ধর্ষণ-নির্যাতন বন্ধের প্রতিবাদে রোববার সকালে চৌরঙ্গী মোড়ে মাগুরা জেলা প্রেসক্লাবের সামনে গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা গণকমিটির আহ্বায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসুর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন গণকমিটি মাগুরা জেলার সদস্য কাজী জান্নাতুন নূর ও বাসারুল হায়দার বাচ্চু।
সমাবেশে বক্তাগণ বলেন, গত পরশুদিন ১১ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে পাথর মেরে ও কুপিয়ে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে যুবদলের সন্ত্রাসীরা নৃশংসভাবে হত্যা করার ঘটনা, খুলনায় নিজ বাড়ির সামনে যুবদল নেতা মাহবুবকে গুলি করে এবং পায়ের রগ কেটে হত্যা এবং চাঁদপুরে ইসলামি বয়ানে মতের অমিল হওয়ায় মসজিদের ইমামকে হত্যার উদ্দেশ্যে হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত শাস্তি দাবি করা হয়।