মাগুরা প্রতিনিধি : মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে লোকবল সংকট থাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ওয়ার্ড প্রাঙ্গণে অপরিষ্কার ছিল। ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন না থাকায় রোগীসহ হাসপাতালে আগত দর্শনার্থীরা ছিল বিপাকে। এ অবস্থায় হাসপাতাল পরিচ্ছন্ন রাখতে জেলার রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এগিয়ে আসে। সোমবার সকালে হাসপাতালের গাইনি ওয়ার্ড পরিষ্কার-পরিচ্ছন্ন অংশ নেয় বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র আন্দোলন মাগুরা জেলা শাখা। তারা গাইনি ওয়ার্ডের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশ নেয়। এর আগে মাগুরা জেলা জামাতের উদ্যোগে রোববার হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশ নেই জেলা জামাতের কর্মীরা।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দীর্ঘদিন ধরে হাসপাতালে কোন লোক বল না থাকায় এমন অবস্থা সৃষ্টি হয়েছে। বর্তমানে সামান্য কিছু লোকবল নিয়ে হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। সবার সহযোগিতায় তাই যেন হাসপাতালটি পরিচ্ছন্ন থাকুক। এ কাজে অংশ নেয়া সকল রাজনৈতিক সংগঠনকে সাধুবাদ জানাচ্ছি।