Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যবিপ্রবিতে ক্যানসার সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন

এখন সময়: বুধবার, ১৬ জুলাই , ২০২৫, ০৮:৫৩:৫৯ এম

 

প্রেসবিজ্ঞপ্তি: শিক্ষার্থীদের মধ্যে ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে উৎসাহিত করা সহ ক্যানসার বিষয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৫ জুলাই বেলা ১১ টায় যবিপ্রবির জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক ড. মোঃ শরীফ হোসেন গ্যালারীতে ক্যানসার সচেতনতা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) পার্টিসিপেশন প্রোগ্রাম ২০২৪-২০২৫ এর আওতায় বাংলাদেশ ন্যাশনাল কমিশন ফর ইউনেস্কো (বিএনসিইউ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি (জিইবিটি) বিভাগের তত্ত্বাবধানে যবিপ্রবির জিইবিটি বিভাগের বায়োটেক সোসাইটির সহযোগিতায় এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ। 

যবিপ্রবি উপাচার্য প্রধান অতিথির বক্তব্যে বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ক্যানসার আক্রান্তের হার বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশের মানুষের দৈনন্দিন খাদ্যাভাস ক্যানসার আক্রান্ত হওয়ার মূল কারণ। এসব অভ্যাস পরিবর্তন ও নিজের প্রতি যত্নবান হতে পারলে অনেকাংশে প্রাথমিকভাবে প্রতিরোধ করা সম্ভব। আমরা যদি সচেতন নাগরিক হতে পারি এবং খারাপ অভ্যাসগুলো পরিবর্তন করতে পারি তাহলে আমরা জাতিগতভাবে সুস্থ্য থাকতে পারবো।

ক্যাম্পেইনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির জিইবিটি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তাক ইবন আয়ূব। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাবির জিইবিটি বিভাগের অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন ও প্রভাষক কানিজ ফাতেমা। বক্তারা ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্তকরণের গুরুত্ব তুলে ধরা ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা সম্পর্কে উৎসাহিত করা সহ ক্যানসার বিষয়ে গবেষণালদ্ধ তথ্য স্লাইড আকারে বিস্তারিত আলোকপাত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন ও জীববিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অনুষ্ঠানের আহবায়ক ও জিইবিটি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. নাজমুল হাসান। অনুষ্ঠানে অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার সহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জিইবিটি বিভাগের শিক্ষার্থী মালিহা খন্দকার। 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)