প্রেসবিজ্ঞপ্তি : যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে) এর প্রবীণ সদস্য দৈনিক সংবাদ’র বিশেষ প্রতিনিধি বীরমুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ গুরুতর অসুস্থ হয়ে ঢাকার ইব্রাহিক কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত ২৭ জুলাই তিনি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালটিতে তিনি দেশবরেণ্য চিকিৎসক অধ্যাপক এমএ রশিদের তত্ত্বাবধায়নে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
পারিবারিক সূত্র জানিয়েছে, হার্টের সমস্যা ছাড়াও প্রবীণ সাংবাদিক রুকুনউদ্দৌলাহ’র কিডনির সমস্যাও দেখা দিয়েছে। এ ছাড়াও সিওপিডি (ঈঙচউ) অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (Chronic Obstructive Pulmonary Disease) মারাত্মক আকার ধারন করেছে। ফুসফুসের এই রোগের কারণে শ্বাস-প্রশ্বাসের সমস্যায়ও ভুগছেন তিনি।
তাঁর আশু সুস্থতা কামনা করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)। এক বিবৃতিতে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান, সহ সভাপতি মনিরুজ্জামান মুনির, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক জয়ন্ত বসু, কোষাধ্যক্ষ ডিএইচ দিলশান এবং জেইউজে নির্বাহী সদস্য প্রণব দাস ও রাহুল রায় সুস্থতা কামনা করেছেন।