দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করেছেন জামায়াতে ইসলামীর দেবহাটা উপজেলা শাখার নেতৃবৃন্দ।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে ইউএনওকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
এ সময় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আলহাজ মাহবুবুল আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, সেক্রেটারী সাবেক ছাত্রনেতা এইচ এম ইমদাদুল হকসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে ইউএনও কে এম আবু নওশাদ সকলকে ধন্যবাদ জানিয়ে উপজেলার উন্নয়ন ও সকল অনৈতিক কর্মকান্ড প্রতিরোধে সকলের সহযোগিতা কামনা করেন।