Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

বিভিন্নস্থানে জাতীয় যুব দিবস পালন

এখন সময়: শনিবার, ৩০ আগস্ট , ২০২৫, ০৫:০৩:২৮ এম

 

স্পন্দন ডেস্ক : ‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহু পাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে। দিবসটি পালনের লক্ষে আলোচনাসভা, যুব ঋণের চেক বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত রিপোর্টে-

ফুলতলা (খুলনা) : ফুলতলা উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে সকালে উপজেলা অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ওবায়েদুল হক হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাসনীম জাহান। উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার ইছাহক হোসেন, সমাজে সেবা অফিসার ফিরোজ শাহ, শিক্ষা অফিসার শাহনাজ বেগম, আইসিটি কর্মকর্তা অজয় কুমার পাল, শেখ আলাউদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে ১৮ জন প্রশিক্ষিত যুবদের মাঝে ১৭ লাখ ৩০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এ ছাড়া শ্রেষ্ঠ যুব সংগঠক হিসেবে শিরোমনি যুব উন্নয়ন সংস্থার প্রমি আক্তার লিজা, গণ সেবা সংস্থার আকলিমা খাতুন ও সফল আত্মকর্মী সফর গাজীকে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। পরে সদস্যদের মাছে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়।  

ফকিরহাট (বাগেরহাট): ফকিরহাটে সকালে উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ উদ্বোধন ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রতন কুমার দাস। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায়ের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা অতীশ সরদার, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন, ওসি (তদন্ত) আলমগীর হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাসন্তী লতা বিশ্বাস, পল্লী বিদ্যুতের ডিজিএম আনন্দ কুমার কুন্ডু, সাংবাদিক খান মাহমুদ আরিফুল হক, শেখ সৈয়দ আলী, প্রশিক্ষনার্থী সৈয়দ মেহেদী হাসান, সোনিয়া আক্তার কারিমা প্রমুখ। অনুষ্ঠান শেষে যুব ঋণের চেক প্রদান করা হয়।

মাগুরা : সকালে মাগুরা ঝিনাইদহ সড়কের  স্টেডিয়াম গেট এলাকায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় স্বেচ্ছাসেবী সংস্থা রোভা ফাউন্ডেশনের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন পল্লী প্রকৃতির নির্বাহী পরিচালক শফিকুর রহমান পিন্টু, মাগুর আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক নাসিমা শিলা, কাজী মফিজুল ইসলাম, অর্পনা রানী কুন্ডু ও শফিকুল ইসলাম প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন সংস্থার ৩০ জন প্রতিনিধি অংশ নেয়।

আশাশুনি : আশাশুনিতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনাসভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়। সামনে রেখে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শুভ্রাংশু শেখর দাশ। যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়েবে আমির নূরুল আফসার মুরতাজা, মৎস্য কর্মকর্তা সত্যজিত মজুমদার, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, চেয়ারম্যান হাজী আবু দাউদ ঢালী, চেয়ারম্যান মাও. আবু বক্কর ছিদ্দিকী, প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, জামায়াতের রোকনুজ্জামান, সংগঠক কামরুন নাহার, যুবক আহাদুজ্জামান প্রমুখ। ফারুক হোসেনের ঞ্চালনায় অনুষ্ঠানে উদ্যোক্তা আছিয়া সুলতানাকে ১ লাখ টাকা ও চন্দ্রা রানীকে ৮০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়।

তালা (সাতক্ষীরা): দিবসটি পালনের লক্ষ্যে সকালে তালা শিল্পকলা একাডেমীর মিলনায়তনে আলোচনা সভা ও ঋণ বিতরণে কার্যক্রম অনুষ্ঠিত হয়। তালা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশুতোস বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা মহিলা উপ-পরিচালক নাজমুন নাহার।  সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আমিনুর রহমানের সঞ্চালনায় অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মিনাল কান্তি রায় ও সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, উপজেলা জামাতের আমির মফিদুল হক,জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পক্ষে মামুন হাওলাদার প্রমুখ। আলোচনা শেষে ঋণ ও উদ্যোক্তাদের মাঝে চেক বিতরণ করা হয়। এর আগে উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র?্যালি বের হয়।

কালিগঞ্জ (সাতক্ষীরা):  উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র?্যালি বের হয়। র‌্যালি শেষে অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আকরাম হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল কবীর। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান, রিপোর্টাস ক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক নিয়াজ কওছার তুহিন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক সোহরাব হোসেন সবুজ, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, ছাত্র প্রতিনিধি আমির হামজা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম, ছাত্র শিবিরের সভাপতি শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান থেকে ৯ উপকারভোগীর প্রত্যেককে এক লাখ টাকা করে ৯ লাখ টাকার চেক বিতরণ করা হয়। যুবদের নিয়ে সমাজে উন্নয়নমূলক কাজে অবদান রাখায় মহিলা মিশন উন্নয়ন সংস্থাসহ বিভিন্ন সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করা হয়।

দেবহাটা (সাতক্ষীরা) : সকালে বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায়  সভাপতিত্ব করেন দেবহাটা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহমেদ তাহমীর সিদ্দিকী। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তরিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সাজেদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দেবহাটার সখিপুর হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা কাজী সিদরাতুলমুনতাহা ও দেবহাটা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাফিজুর রহমান।  আলোচনা সভা শেষে উপজেলার ২৩ যুব পুরুষ ও মহিলাকে ২১ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।

শ্রীপুর (মাগুরা) : সকালে র‌্যালি, আলোচনা সভা এবং যুব ঋণের চেক ও সনদ পত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র?্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন। উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা লিয়াকত আলীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ন কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, ছাত্র সমন্বয়ক আহম্মেদ সাজ্জাদ, জাতীয় যুব পুরস্কার প্রান্ত ও সফল উদ্যোক্তা মো. আল-আমিন, সফল উদ্যোক্তা ইতি খাতুন প্রমুখ। অনুষ্ঠানে ৭ যুব মহিলাকে ৭ লাখ ৪০ হাজার টাকার যুব ঋণের চেক ও ৩০ যুব ও যুব মহিলার মাঝে সনদ পত্র বিতরণ করা হয়।

 পাইকগাছা (খুলনা):  পাইকগাছায়  দুপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা, সনদপত্র প্রদান, যুব ঋণের চেক বিতরণ ও গাছের চারা বিতরণ করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায়, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপজেলা পরিষদের সিএ আব্দুল বারী, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, ইসলামি ফাউন্ডেশনের সুপারভাইজার এসএম শওকত হোসেন, জামায়াত নেতা মাওলানা বুলবুল আহমেদ, এসকে মহিবুল্লাহ, এনসিপি উপজেলা সমন্বয়কারী হাফিজ বিন আমিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে ৬ জনকে ৬ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক প্রদান করা হয়। এছাড়া ৩০ জনকে প্রশিক্ষণ সনদপত্র এবং ৬ জনকে ২টি করে গাছের চারা দেয়া হয়।

ডুমুরিয়া : ডুমুরিয়ায় সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা, র‌্যালি, গাছের চারা বিতরণ ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। উপজেলা সম্প্রসারিত ভবনের হলরুমে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন। বক্তব্যদেন, উপজেলা কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, শিক্ষা অফিসার হাবিবুর রহমান, সমাজসেবা অফিসার সুব্রত বিশ্বাস, প্রাথমিক এডুকেশন সেন্টারের ইন্সট্রাক্টর মনির হোসেন, সমবায় অফিসার সরদার জাহিদুর রহমান, জামায়াত নেতা শেখ হাবিবুর রহমান, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন প্রমুখ। শেষে ১৩ যুবদের মাঝে ১৩ লাখ ২০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

কলারোয়া: কলারোয়ায় যুব র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক, গাছের চারা বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ মুহাম্মদ সাইদুর রহমান রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কেএম আব্দুল্লাহ আল মামুন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম এনামুল ইসলাম, উপসহকারী সমাজসেবা কর্মকর্তা ইসরাফুল হোসেন, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক এম এ সাজেদ। যুবদের মধ্যে বক্তব্য রাখেন নজরুল ইসলাম, সাগর কুমার রায় চৌধুরী, নাজিরুল ইসলাম জিলান, আবু বক্কর সিদ্দিক প্রমুখ। অনুষ্ঠানে ১৬ জনের মধ্যে ১৭ লাখ ৫০ হাজার টাকা যুবঋণের চেক বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউল হক।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)