Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মারপিট ও ভাঙচুরের অভিযোগে পিতা-পুত্রসহ তিনজনের বিরুদ্ধে আদালতে মামলা

এখন সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর , ২০২৫, ০৩:৩১:৫৭ এম

 

নিজস্ব প্রতিবেদক: জমি ক্রয়ে ব্যর্থ হয়ে বাড়িতে হামলা চালিয়ে মারপিট ও ভাঙচুরের অভিযোগ এনে একই পরিবারের তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। যশোর সদরের রুদ্রপুর গ্রামের মৃত আব্দুল সামদের ছেলে কবির হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। আদালতের বিচারক অভিযোগের তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামিরা হলো- রূপদিয়া (সাড়াপোল) গ্রামের শফিউল ইষলাম ও তার দুই ছেলে সাইদ হাসান এবং মেহেদী হাসান।

মামলার অভিযোগে জানা গেছে, কবির হোসেন ও তার শরীকদের পৈত্রিক সূত্রে প্রাপ্ত রূপদিয়া মৌজার ৪১৪৬ ও ৪১৪৮ দাগের ৬৮ শতক জমির মধ্যে ১৬ শতক জমি আসামি শফিউল ইসলাম কিনে পূর্ব-পশ্চিম অংশ ভোগ-দখল করে আসছেন। সম্প্রতি কবির হোসেন তার অংশের ১৪ দশমিক ৭৫ শতক জমি শফিউল ইসলামের কাছে বিক্রির প্রস্তাব দেন। শফিউল ইসলাম নামমাত্র দামে কিনতে ইচ্ছা প্রকাশ করে অন্যের কাছে বিক্রিতে বাধা দেয়। কবির হোসেন চলতি বছরের ২৭ এপ্রিল নায্য দাম পেয়ে বিক্রি করে দেন জমি। এতে ক্ষিপ্ত হয় শফিউল ইসলাম। এর জের ধরে গত ১৮ জুলাই আসামিরা কবির হোসেনে বাড়িতে হামলা করে ভাঙচুর ও মারপিট করে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে পুলিশ তা গ্রহণ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)