কচুয়া প্রতিনিধি: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের কচুয়া উপজেলায় বর্ণাঢ্য র্যালিসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উপজেলা শাখার আয়োজনে দুপুর ১২ টায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে কচুয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরবর্তীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বৃক্ষরোপণ ও হাসপাতালের সামনে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করা হয়। একই সাথে জিরো পয়েন্টে ডাস্টবিন স্থাপন করা হয়।
আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কৃষি বিষয়ক সহ সম্পাদক শফিকুল ইসলাম নোবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডালিম ফকির, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, সদস্য সচিব শেখ তৌহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক নাজমুল আরমান, সদস্য সচিব শামীম হাসান রাবু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, মোঃ হুমায়ুন কবির, স্বেচ্ছাসেবক দলের জেলা আহবায়ক কমিটির সদস্য নাহিদ সরদার, ওবায়দুল হাসান তিমির,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রহুল আমিন শেখ,সোহাগ খান, নজরুল ইসলাম, সাইদুল মল্লিক প্রমুখ।