Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

সাংবাদিক জিয়া ও তার ক্যামেরাম্যানকে হত্যা চেষ্টা মামলার চার্জশিট

এখন সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর , ২০২৫, ০৩:২৭:২৯ এম

 

নিজস্ব প্রতিবেদক: যশোরে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক জিয়াউল হক ও তার ক্যামেরা ম্যানকে মারপিট করে হত্যা চেষ্টার মামলায় ৪ জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পিবিআই। মামলার তদন্ত শেষে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক মীর রেজাউল হোসেন।

অভিযুক্ত আসামিরা হলো, যশোর শহরের পুরাতনকসবার শরিফুল ইসলামের ছেলে অভি ইসলাম প্রান্ত, কৃষ্ণনগর গ্রামের মান্দারের ছেলে বিল্লাল হোসেন, হাবিবুর রহমানের ছেলে আব্দুর রহমান ও মোবারকপুর কলেজপাড়ার আব্দুল মালেকের ছেলে জুয়েল হোসেন।

মামলার অভিযোগে জানা গেছে, জিয়াউল হক জিয়া ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি। ২০২৪ সালের ২০ নভেম্বর তিনি ও তার ক্যামেরা ম্যান শরিফ খান ঝিকরগাছার কৃষ্ণনগর গ্রামে যান একটি রিপোর্ট সংগ্রহের জন্য। এ সময় মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের বাড়ির সামনে পৌঁছুলে আসামি অভি সাংবাদিক জিয়ার পরিচয় জানতে চায়। পরিচয় দেয়ার পর অভি অপর আসামিদের ডেকে এনে তাদের উপর হামলা করে। হামলাকারীরা জিয়া ও তার ক্যামেরা ম্যান শরিফ খানকে মারপিট ও ক্যামেরা মোবাইল ফোন ভেঙে ফেলে। চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে আসামিরা চলে যায়। এ ঘটনায় জিয়াউল হক বাদী হয়ে ওই ৪ জনকে আসামি করে ঝিকরগাছা থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। এ মামলাটি প্রথমে থানা পুলিশ পরে পিবিআই তদন্তের দায়িত্ব পায়। দীর্ঘ তদন্ত শেষে ঘটনার সাথে জড়িত থাকায় ওই ৪ জনকে অভিযুক্ত করে আদালতে এ চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারী কর্মকর্তা। চার্জশিটে অভিযুক্ত অভিকে পলাতক দেখানো হয়েছে। 

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)