নিজস্ব প্রতিবেদক : স্মরণসভা, দোয়া মাহফিলসহ বিস্তারিত কর্মসূচি মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় শনিবার যশোরে পালিত হয়েছে দৈনিক রানার সম্পাদক আরএম সাইফুল আলম মুকুলের ২৭ তম হত্যা বার্ষিকী।
প্রেসক্লাবসহ যশোরের সাংবাদিকদের বিভিন্ন সংগঠন সমুহের উদ্যোগে কর্মসূচির মধ্যে ছিল সকাল সাড়ে ১০ টায় ক্লাব প্রাঙ্গণে জমায়েত এবং কালোব্যাজ ধারণ, ১১ টায় শোক যাত্রা ও শহিদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পণ।
পিয়ারী মোহন সড়কস্থ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে প্রেসক্লাব যশোর, যশোর সংবাদপত্র পরিষদ, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে), সাংবাদিক ইউনিয়ন যশোর, জেলা সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিস্ট এসোসিয়েশন যশোর জেলা সংসদ, দৈনিক স্পন্দন পরিবার, গ্রামের কাগজ, লোকসমাজ, দৈনিক রানারসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন।
পরে প্রেসক্লাব যশোরের আর এম সাইফুল আলম মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।
ক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান এ সময় বক্তব্য রাখেন। ক্লাবের সাবেক সভাপতি ও সংবাদপত্র পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ্ দ্দৌলা, সাধারণ সম্পাদক ও গ্রামের কাগজ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, দৈনিক লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু, ক্লাবের সহসভাপতি ওয়াহাবুজ্জামান ঝন্টু, শেখ দিনু আহমেদ, যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)’র সভাপতি সাজেদ রহমান, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানসহ সাংবাদিক নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
এরপর একই স্থানে প্রয়াত আরএম সাইফুল আলম মুকুলের স্মরণে সাংবাদিক ইউনিয়ন যশোরের আয়োজনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম ফরহাদের সঞ্চালনায় এই স্মরণ সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা একরাম উদ্ দ্দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, আরএম সাইফুল আলম মুকুলের অনুজ কবিরুল আলম, প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবীর, সাংবাদিক নেতা নুর ইসলাম, আব্দুল্লাহ হুসাইন, বিএম আসাদ, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম আর খান মিলন প্রমুখ।
উল্লেখ্য ২৭ বছর আগে ১৯৯৮ সালের ৩০ আগস্ট দুর্বৃত্তদের বোমা ও গুলিতে নিহত হন দৈনিক রানার পত্রিকার সম্পাদক আর এম সাইফুল আলম মুকুল।