Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

❒ট্যালেন্টপুলে ৩৬৯ ও সাধারণ গ্রেডে ২ হাজার ৪১১

যশোর শিক্ষা বোর্ডে এসএসসিতে মেধা বৃত্তি পেল ২ হাজার ৭৮০ পরীক্ষার্থী

এখন সময়: শুক্রবার, ৫ সেপ্টেম্বর , ২০২৫, ১২:২৭:৪১ পিএম

নিজস্ব প্রতিবেদক : যশোর শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছর অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার মেধা তালিকার ভিত্তিতে বৃত্তির ফলাফল বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। এ তালিকায় বৃত্তি পেয়েছে ২ হাজার ৭৮০ পরীক্ষার্থী।
এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৬৯ ও সাধারণ গ্রেডে ২ হাজার ৪১১ পরীক্ষার্থী। ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে বিজ্ঞানে ১৮২, মানবিকে ৯৩ ও ব্যবসায়ী শিক্ষা শাখায় ৯৩ শিক্ষার্থী বৃত্তি পেয়েছে।
শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর এসএম মাহাবুবুল ইসলাম সাক্ষরিত ওয়েবসাইটে দেয়া ফলাফলে এ তথ্য জানা গেছে।
তাতে উল্লেখ করা হয়েছে, জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে ৪ দশমিক ৮০ পয়েন্ট প্রাপ্তদের আবেদন যাচাই-বাছাইয়ের ভিত্তিতে বৃত্তি দেয়া হয়েছে।
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বছরে ১ হাজার ৮শ টাকা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের বছরে ৭৫০ টাকা দেয়া হবে। ৩ বছর থেকে চার বছর বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী এ টাকা পাবে।
বৃত্তির গেজেটে শিক্ষার্থী যে প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণ করেছে সেই প্রতিষ্ঠানের নাম থাকবে। প্রতিষ্ঠান প্রধানের সার্টিফিকেট প্রদান সাপেক্ষে ভর্তিকৃত প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করা যাবে। মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী অবশ্যই বিনাবেতনে লেখাপড়া করার সুযোগ লাভ করবে। সরকারি অনুমোদিত কোন শিক্ষা প্রতিষ্ঠান বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে বেতন দাবি করবে না। যদি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে বেতন দাবি করে তাহলে ওই শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ে বৃত্তির টাকা উত্তোলন করে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর মাঝে বিতরণ করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান প্রদানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অবশ্যই সরকারি অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। অন্যথায় বৃত্তি ভোগ করতে পারবে না।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)