ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামে দিন দুপুরে প্রকাশ্যে শওকত লষ্কারের সবজি ক্ষেত কেঁটে দিয়েছে প্রতিপক্ষরা। শনিবার দুপুরে ওই গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। শওকত লষ্কার নারিকেল বাড়িয়া গ্রামের ঝন্টু লষ্কারের ছেলে। সেসময় সবজির ক্ষেত কাঁটতে বাধা সৃষ্টি করলে গাছিদা, হাসুয়া দিয়ে কোপ মারতে আসে শওকত লষ্কারের স্ত্রী কাজলীর উপর।
সবজি ক্ষেত মালিক শওকত লষ্কার জানান, জমি সংক্রান্ত বিষয়ে ইতিপূর্বে বিভিন্ন পর্যায়ের মাতব্বর দ্বারা ৬ বার শালিস হয়েছে। গায়ের জোরে তার চাচাতো ভাই মিলন, লিটন ও তার মা দুপুরের দিকে সবজি খেতে যায়। পর্যায়ক্রমে ১১ শতক জমির ধরন্ত বেগুন গাছ, পুইশাক ও করলা গাছ কেঁটে সাবাড় করে দেয়। সেসময় প্রতিবাদ করতে এলে তাদের উপর দা, বটি দিয়ে আক্রমণ করতে আসে। আত্মরক্ষার্থে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করি।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযুক্তদের আইনের আওতায় আনা হবে।