নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে শত শত মোটর সাইকেল নিয়ে শোডাউন দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সাবেক সহসংস্কৃতি বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় জাসাসের সাবেক সাধারণ সম্পাদক ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী মনির খান।
দুপুরে মহেশপুরের আজমপুর ইউনিয়ন থেকে শত শত মোটর সাইকেল নিয়ে শোডাউনটি শুরু হয়। পরে মহেশপুরের বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে আজমপুর ইউনিয়নের বিদ্যাধরপুর গিয়ে শেষ হয়।
মোটর সাইকেল নিয়ে শোডাউনের সময় অসুস্থ কাজিরবেড় ইউনিয়ন বিএনপির নেতা মহিদুল ইসলাম শান্তকে দেখতে যান মনির খান।
এ সময় উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দীন মহি, জেলা বিএনপির উপদেষ্টা ও ফতেপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম সর্দ্দার, কোটচাঁদপুর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি হায়দার আলী, কোটচাঁদপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক নাসির উদ্দীন লিয়ন, মহেশপুর উপজেলা সাবেক ছাত্রদল নেতা ও ফতেপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক মীর কবির হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম সম্পাদক গোলাম মোছা,সবুর আহাম্মেদ, লুৎফর রহমান,মাহাবুবুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।