নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : মহেশপুরে ডিজিটাল জরিপে আধুনিক প্রযুক্তির টোটাল স্টেশন মেশিন সংযোজন করেছে ডিজিটাল ল্যান্ড সার্ভে পয়েন্ট। সোমবার বিকেলে আধুনিক প্রযুক্তির টোটাল স্টেশন মেশিনের মোড়ক উন্মোচন করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভূমি অফিসের নাজির হুমায়ন আজাদ।
বিশেষ অতিথি ছিলেন ভূমি অফিসের সার্ভেয়ার ও ভারপ্রাপ্ত কানুনগো ইজাজুল ইসলাম, প্রধান সহকারী এম এম রফিক রেজা, ঝিনাইদহ আমিন কল্যাণ সমিতির সিনিয়র সহসভাপতি রিপন হোসেন, ডিজিটাল ল্যান্ড সার্ভে পয়েন্টের পরিচালক সার্ভেয়ার মুহাম্মাদুল্লাহ আব্দুল খালেকসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভূমি কর্মকর্তারা।