নিজস্ব প্রতিবেদক: যশোরে এক গৃহবধূকে জাপটে ধরে ভিডিও ধারণ করে চাঁদাবাজির ঘটনায় বাপ্পারাজ নামে এক যুবকের বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে আদালতে মামলা হয়েছে। মঙ্গলবার ভুক্তভোগী নারী এ মামলা করেছেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী অভিযোগের তদন্ত করে সিআইডিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন। আসামি বাপ্পা রাজ সদরের গোয়ালদহ গ্রামের গফুর হোসেন ওরফে বসিরের ছেলে।
বাদী মামলায় বলেছেন, ওই নারীর স্বামী পেশায় একজন আলমসাধু চালক। আসামি বাপ্পা রাজ প্রায়ই সময় হাতে গাছি দা এবং চাকু নিয়ে চলাফেরা করে। গত ১০ মে বেলা ১১টার দিকে ওই নারী বাড়ির পাশে বাগানে ছাগলের জন্য কাঠালের পাতা কাটতে যান। এ সময় আসামি বাপ্পারাজ তাকে জাপটে ধরে মোবাইলে ভিডিও ধারণ করে। ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়ার ভয় দেখিয়ে ওই নারীর কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করে বাপ্পারাজ। নিজের সম্মান ও আসামির হুমকিতে স্বামীর বিদেশে যাওয়ার জন্য রাখা ১ লাখ টাকা ও কিছু স্বর্ণালংকার এনে দেয় বাপ্পাকে। এরপরও বাপ্পা বাকি চাঁদার টাকা জন্য অব্যাহত হুমকি দিয়ে যাচ্ছে ওই নারীকে। এ ঘটনায় থানায় অভিযোগ দিলে কর্তৃপক্ষ তা গ্রহণ না করায় তিনি পর্নোগ্রাফি আইনে আদালতে এ মামলা করেছেন।