Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আইনজীবী সমিতিতে এবার জনির বিরুদ্ধে অধ্যক্ষ হারুনের অভিযোগ, শোকজ

এখন সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর , ২০২৫, ০৩:৩৮:০৬ এম

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য সৈয়দ কবীর হোসেন জনির বিরুদ্ধে অভিযোগ দেয়া হয়েছে। উপশহর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ গত ৯ সেপ্টেম্বর আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক বরাবর এই অভিযোগটি দায়ের করেন। অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন সম্পাদক। এঘটনায় জনিকে শোকজ করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, যশোর শহরের দড়াটানাস্থ মোমিননগর সমবায় শিল্প ইউনিয়ন লিমিটেডের দ্বিতীয়তলায় অধ্যক্ষ হারুন অর রশিদের নিজ নামীয় একটি ঘর অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনিকে ভাড়া দেন। ১২শ’৫০ টাকা ঘর ভাড়া এবং ২৫০ টাকা বিদ্যুৎ বিল বাবদ মোট ১৫শ’ টাকা হারে মোট দুই বছর এক মাসে ৩৬ হাজার ২৫০ টাকা অ্যাডভোকেট সৈয়দ কবীর হোসেন জনির নিকটে পাবেন সাবেক অধ্যক্ষ হারুন অর রশিদ। মোমিননগর শিল্প ইউনিয়ন লিমিটের কর্মচারিরা ভাড়ার টাকা আনতে গেলে আজনা কাল বলে কালক্ষেপন করেন জনি। এমনকি অধ্যক্ষ হারুন অর রশিদ নিজে গেলে তাকে ধমক দিয়ে ফিরেয়ে দেয়া হয় বলে জানিয়েছেন। ফলে পাওনা টাকা পরিশোধসহ ঘরটি ছেড়ে দেয়ার জন্য গত ৯ সেপ্টেম্বর জেলা আইনজীবী সমিতিতে অভিযোগ দেয়া হয়েছে। এরআগে, ইমরান হাসান টুটুল নামে একজন জনির বিরুদ্ধে আইনজীবী সমিতিতে টাকা পাওনার বিষয়ে অভিযোগ করেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)