নড়াইল পৌর প্রতিনিধি: বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট নড়াইল জেলা শাখার ৬১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে মিলন কুমার ঘোষ কে আহ্বায়ক, প্রনব কুমার সাহাকে সিনিয়র যুগ্ম-আহ্বায়ক, ও স্বপন কুমার ঘোষকে সদস্য সচিব করা হয়েছে।
এছাড়া যুগ্ম-আহ্বায়ক পদে দায়িত্ব পেয়েছেন উৎপল বোস,বাদল কুমার বোস, সুবাস বর্মন, গোপাল দত্ত,গোবিন্দ বর্মন, চন্দন বনিক,ভক্ত রায়,খোকন কুমার কুন্ডু, বাপ্পি দাস, পলাশ সোম, মোহন কুন্ডু,মিঠুন আচার্য, রাজিব বিশ্বাস, বিজন রায়,প্রদীপ চক্রবর্ত্তী,সুমন দাস, রতন বিশ্বাস, রত্না রানী দাস, অসিত দে,কনিকা সাহা,মলয় ভট্রাচার্য্য।
সদস্য হিসেবে যুক্ত হয়েছেন কল্যাণ মুখার্জী, অধ্যক্ষ সুকেশ সাহা আনন্দ, উজ্জ্বল কুমার বিশ্বাস, অনিন্দ্য চক্রবর্ত্তী,বিথী ঘোষ, কার্তিক দাস, কুমারেশ দাস, নারায়ন চন্দ্র রায়,বিলাস কুসুম সরকার,পিনাক দাস, বিকাশ কুরি, নিতু বোস, সৌরভ অধিকারী,দীলিপ রাহা,তন্ময় দাস,মনোতোষ দে, সবুজ সাহা, অচিন্ত্য সাহা,রমনী রায়, শশাঙ্ক বিশ্বাস, পলাশ মালাকার, সাধন মেম্বার, উৎপল কুমার দাস, অসিত কুমার মজুমদার (মধু), নয়ন স্বর্ণকার, উদয় সাহা,বিধান দাস, মিলন ভট্রাচার্য্য,বিশু গুহ, নিপু চক্রবর্তী,সঞ্জিত বিশ্বাস, পুলক ঘোষ,বিশ্ব বিশ্বাস,বাবু রায়,জগদিশ রাজবংশী, গৌরব ঘোষ,ও প্রলাদ পাল।
গত ১১ আগস্ট বাংলাদেশ পুজা ফ্রন্টের আহ্বায়ক রমেশ দত্ত,সিনিয়র যুগ্ম আহ্বায়ক মৃনাল কান্তি বৈষ্ণব ও সদস্য সচিব অধ্যক্ষ এস সাহা আনন্দ স্বাক্ষরিত বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের প্যাডে নড়াইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের ৬১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়া হয়।