নিজস্ব প্রতিবেদক,মহেশপুর : ঝিনাইদহের মহেশপুরে তন্ময় স্পোটিং ক্লাবের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান জিয়ার ৪৭তম জন্ম দিন উপলক্ষে বুধবার দুপুরে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
সাংবাদিক জিয়াউর রহমান জিয়া প্রেসক্লাব মহেশপুরের সাধারণ সম্পাদক ও দৈনিক লোকসমাজ এবং বাংলাটিভিতে দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে।
জিয়ার জন্মদিন উপলক্ষে বুধবার দুপুরে পৌর এলাকার পাতিবিলা জামিয়াতুল সুন্নাহ মাদ্রাসায় এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ, এতিম শিশুদের জন্য মাদ্রাসায় ফ্যান স্থাপন, দোয়া মাহফিল ও সন্ধ্যায় কেক কাটার মধ্য দিয়ে জন্মদিনটি পালিত হয়েছে।