মাগুরা প্রতিনিধি : বিএসসি শিক্ষার্থীদের অযৌক্তিক ৩ দফা দাবির বিরোধিতা এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের ৭ দফা দাবির বাস্তবায়নের দাবিতে মাগুরায় জেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ মাগুরা এ সমাবেশের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মুনির হোসেন।
বিশেষ অতিথি ছিলেন প্রকৌশলী মাহাবুবুর রহমান (টিটু), সাধারণ সম্পাদক, আইডিইবি মাগুরা জেলা শাখা; প্রকৌশলী মো: মনিরুল ইসলাম, পিডব্লিউডি; সংগ্রাম পরিষদের জেলা শাখার সদস্য সচিব প্রকৌশলী মো: শফিকুল ইসলাম।
সভাপতিত্ব করেন আইডিইবি মাগুরা জেলা শাখার সভাপতি প্রকৌশলী রেজাউল ইসলাম।
এছাড়া কারিগরি ছাত্র পরিষদের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হোসেন, মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট; মো: যুবায়ের আহমেদ, ছাত্র কল্যাণ সম্পাদক; এবং মো: মোস্তাফিজুর রহমান, মাগুরা শাখার প্রতিনিধি।
সমাবেশে বক্তারা ডিপ্লোমা শিক্ষার্থীদের যৌক্তিক ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।