Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আশাশুনির শ্রীউলা ইউপি পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মশালা

এখন সময়: শনিবার, ১৩ সেপ্টেম্বর , ২০২৫, ১০:৩০:৪৯ এম

 

আশাশুনি প্রতিনিধি: আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন পরিষদ পঞ্চবার্ষিক ও বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় আশাশুনি অফিসার্স ক্লাবে এ কর্মশালার আয়োজন করা হয়।

সুইজারল্যান্ড সরকারের সহযোগিতায় ওয়াটারএইড বাংলাদেশ ও সুইস কন্টাক্ট বাংলাদেশের কারিগরি সহায়তায় রূপান্তরের গোফরইমপ্যাক্ট প্রজেক্টের মাধ্যমে রূপান্তর ও শ্রীউলা ইউনিয়ন পরিষদের আয়োজনে কর্মশালায় সভাপতিত্ব করেন, প্যানেল চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে মূল আলোচনা উপস্থাপন ও উন্নয়ন পরিকল্পনার উপর হাতেকলমে প্রশিক্ষণ প্রদান করেন প্রকল্পের সাব ডিস্ট্রিক্ট লিয়াজো কো-অর্ডিনেটর খায়রুল ইসলাম। মিনহাজুল হকের সঞ্চালনায় কর্মশালায় শ্রীউলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা খায়রুল ইসলাম, ইউপি সদস্য আঃ রাজ্জাক, মহিলা মেম্বার শাহনাজ পারভিন, অন্য ইউপি সদস্যবৃন্দ, সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ আলোচনা রাখেন ও উপস্থিত ছিলেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)