ডুমুরিয়া প্রতিনিধি : বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি ‘বেলা’র আয়োজনে ডুমুরিয়ায় জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে ময়ূর নদীর উজানের পানির প্রবাহে বাধা সৃষ্টিকারী সকল বাধ অপসারণে করণীয় বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১১টায় ডুমুরিয়া উপজেলার আড়ংঘাটা বাইপাস মোড়ে কৃষক ফোরাম খুলনার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা পানি কমিটির সভাপতি অধ্যাপক জিএম আমান উল্লাহ। বক্তব্যদেন বেলা’র খুলনা বিভাগীয় সমন্বয়ক মাহফুজুর রহমান মুকুল, কৃষক ফোরাম খুলনার সভাপতি মোঃ মজনু শেখ, সাধারণ সম্পাদক শেখ মোঃ শহিদুল ইসলাম, মধুগ্রামের মোঃ কবির চৌধুরি, রঘুনাথপুরের ওমর আকুঞ্জি, ফুলতলার মোঃ আব্বাস সরদার, মোঃ বেল্লাল গাইন, ফিরোজ মোড়ল, আউলিয়া শেখ, রংপুর ইউপি সদস্য তরুন মন্ডল, ইলিয়াজ মোড়ল, মোঃ জহুরুল মিনা, খড়িয়ার অমর বিশ্বাস, বেলা’র রিসোর্স পারসন নিপুনা সুলতানা নূপুর প্রমুখ। এ সময় ডুমুরিয়া, ফুলতলা, খানজাহানআলী ও আড়ংঘাটা এলাকার কৃষক ফোরামের অনেক সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেছেন, ময়ূর নদী এখন ডুমুরিয়ার জন্য আশির্বাদ। বিলডাকাতিয়াসহ জলাবদ্ধ ডুমুরিয়ার পানি নামছে ময়ূর নদী দিয়ে। শৈলমারী নদী পলি ভরাটের কারণে পানি নিষ্কাশনে বাধা হওয়ায় বিকল্প পথ হিসেবে ‘ময়ূর নদী’ এখন ডুমুরিয়ার জন্য আশির্বাদ।