Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

খুলনায় জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর , ২০২৫, ১০:১১:৫৬ এম

 

খুলনা প্রতিনিধি : খুলনায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল টুর্নামেন্টের । রোববার দুপুরে খুলনা জেলা স্টেডিয়ামে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ফুটবল এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা মোঃ তৌফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন খুলনার পুলিশ সুপার ও জেলা ফুটবল এসোসিয়েশনের উপদেষ্টা টি. এম. মোশাররফ হোসেন। উপস্থিত ছিলেন খুলনা জেলা ফুটবল এসোসিয়েশন ও খুলনা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমীসহ ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা। খুলনায় এবারের জাতীয় চ্যাম্পিয়নশীপ আয়োজনকে ঘিরে খেলাপ্রেমীদের মাঝে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)