ঝিকরগাছা প্রতিনিধি: যশোরের ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ভুপালী সরকারের বদলিজনিত আদেশ দ্রুত সময়ের মধ্যে প্রত্যাহারের দাবিতে সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম। প্রায় দেড় ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রফিকুল ইসলাম। মানববন্ধনে ঝিকরগাছার বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের উপদেষ্টা তৌফিক রেজা টোকন, স্বেচ্ছাসেবী সংগঠন সেবার প্রতিষ্ঠাতা ও পরিচালক আশরাফুজ্জামান বাবু, স্বেচ্ছাসেবী সংগঠন ফেন্ডস্ টুয়েন্টির সাবেক সভাপতি মোঃ আরাফাত কল্লোল, অবসরপ্রাপ্ত শিক্ষক আশরাফুল আলম, কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সবুর, প্রেসক্লাবের সেক্রেটারী মোঃ তরিকুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র মাহামুদ হাসান, আখিঁ খাতুন, সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী বিশ্বাস, গদখালী ফুল বিপনন সমবায় সমিতির সাধারণ সম্পাদক মীর ফারুক হোসেন, সনাতন পাটির কেন্দ্রীয় সহ-সভাপতি রনজিৎ বাবু প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ লিয়াকত আলী, প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউর রহমান জসি, সাংগঠনিক সম্পাদক তারিক মোহাম্মদ, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী, স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস টুয়েন্টির সদস্য শাহিন আহম্মেদ, জামারুল ইসলাম, গদখালী ফুলচাষি ও ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মনজুর আলম, হিন্দু, বৈধ, খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মিনাল কান্তি দত্ত, হাড়িয়াদেয়াড়া সেবা সংঘ, শ্রীরামপুর তরুণ যুব সংঘসহ বিভিন্ন শ্রেণীপেশার কয়েক’শ নারী-পুরুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যূত্থানের পর দেশের এক ক্রান্তিলগ্নে দ্বিতীয় নারী ইউএনও হিসেবে ভুপালী সরকারের আর্বিভাব ঘটে। একবছরে সততা, নিষ্ঠা ও কর্মের মাধ্যমে তিনি ঝিকরগাছাবাসীর কাছে প্রিয় হয়ে উঠেছেন। প্রখর রৌদ, আবার কখনো ঝড়-বৃষ্টি উপেক্ষা করে বিপদগ্রস্ত মানুষের সেবা নিশ্চিত করতে তিনি বিরামহীন ছুটে চলেছেন। বিগত অর্থবছরের ১%, টি.আর, কাবিখা, এডিবি’র কাজের মান ঠিক রাখতে মনিটরিং টিম সাথে নিয়ে রাতদিন ইউনিয়নে ইউনিয়নে ঘুরেছেন। সিডিউল অনুযায়ী কাজ বুঝে নিয়েছেন এবং জনগণকে উৎসাহিত করেছেন। তিনি স্বচ্ছতা নিশ্চিত করতে লটারির মাধ্যমে ওমমএস, খাদ্যবান্ধব ডিলার নিয়োগ দিয়েছেন। তদন্ত কমিটি কর্তৃক প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে যাচাইপূর্বক ভিডব্লিউবি’র তালিকা প্রস্তুত করেছে উল্লেখ করে বক্তারা আরও বলেন, ভেদাভেদ ভুলে গরীব, দুস্থ, অসহায় সবধরনের মানুষকে তিনি খুব সহজে কাছে টেনে নেন। তার অফিসে ঢুকতে ও কথা বলতে কোনো পারমিশন লাগেনা। তার এই মহানুভবতা, উদারতার কারণে সুবিধা নিতে না পারা একটি স্বার্থান্বেষী মহলের ষড়যন্ত্রের এই বদলি অবিলম্বে প্রত্যাহারের দাবী জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে বলে হুঁশিয়ারী দেন বক্তারা।
আজ (১৫ সেপ্টেম্বর) সোমবার ইউএনও ভুপালী সরকারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে জেলা প্রশাসক বরাবর লিখিত স্মারকলিপি প্রদান করা হবে বলে সচেতন নাগরিক সমাজের আয়োজিত মানববন্ধনের সভাপতি ও ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম জানিয়েছেন।