Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

নবীনবরণে যাওয়া হলো না মাদ্রাসা ছাত্র মোস্তফার

এখন সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর , ২০২৫, ০৮:৫৫:২৬ এম

 

ডুমুরিয়া প্রতিনিধি : মাদ্রাসার নবীনবরণে যাওয়া হলো না মাদ্রাসা ছাত্র মোস্তফা গাজীর। ডুমুরিয়ায় ট্রাক চাপা পড়ে মোস্তফা নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সরকারি মধুগ্রাম কলেজের সামনে দৌলতপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ছাত্র শাহাপুর গ্রামের আল আমিন গাজীর ছেলে এবং মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসার দাখিল উচ্চ শ্রেণির ছাত্র।

জানা যায়, এদিন মধুগ্রাম ইসলামিয়া আলিম মাদ্রাসায় নবীনবরণ অনুষ্ঠানে যাচ্ছিলো মোস্তফা গাজী। রাস্তা পার হওয়ার সময় দৌলতপুরগামী বগুড়া ট ১১-১১৫৭ নম্বরের একটি ট্রাক চাপায় ঘটনাস্থলেই নিহত হয় সে।

স্থানীয় সমাজকর্মী অধ্যাপক জিএম আমান উল্লাহ বলেন, সড়কে ট্রাকগুলো বেপরোয়া গতিতে চলে। শিক্ষা প্রতিষ্ঠানের সামনেও নিয়ন্ত্রণহীন গতি তাকে গাড়িগুলোর। যে কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)