ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় বাহাদুরপুর আশ্রয়ণ প্রকল্পের বাক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগে বেলাল হোসেন গাজী (৩৬) নামের এক হকারকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে আদালতে আসামির দেয়া ১৬৪ ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। এর আগে ভিকটিমের দেয়া ২২ ধারা জবানবন্দি লিপিবদ্ধ করে আদালত।
জানা যায়, উপজেলার সাহস ইউনিয়নের বাহাদুরপুর আবাসনে একটি ঘর বরাদ্দ পেয়ে সেখানে দীর্ঘদিন বসবাস করছেন ফিরোজা বেগম (৪৫) নামের বাক প্রতিবন্ধী ওই নারী। এ আবাসনে বেলাল হোসেন গাজীরও একটি ঘর রয়েছে। বেলাল গাজী দিনে হকারি ব্যবসা করে রাতযাপন করেন আবাসনে। ২ সেপ্টেম্বর রাতে বাক প্রতিবন্ধী ওই নারীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এনিয়ে ৮ সেপ্টেম্বর ভিকটিমের বাবা বাদী হয়ে বেলালের বিরুদ্ধে থানায় মামলা করেন। থানা অফিসার ইনচার্জ মোঃ মাসুদ রানার নেতৃত্বে এসআই সমরেশ দাসসহ সঙ্গীয় ফোর্স নিয়ে গত রোববার রাতে হকার বেলাল গাজীকে নিজ এলাকা থেকে আটক করা হয়। সে বাহাদুরপুর গ্রামের আমজেদ গাজীর ছেলে।