আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা সরকারি কলেজের উদ্যোগে ২০২৫- ২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির মানবিক শাখার শিক্ষার্থীদের নবীন বরণ ও ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়। সোমবার সকাল ১০ টায় আলমডাঙ্গা সরকারি কলেজ মিলনায়তনে নবীন বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো: মফিজুর রহমান। শিক্ষক পরিষদের সহ:সম্পাদক ড. মো: মহবুব আলম সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারি অধ্যাপক মোঃ আব্দুল মোনয়েম, খন্দকার ইকবাল হাসান, রাহাত আরা, মোঃ সাইদুর রহমান, মোঃ মহিতুর রহমান, এছাড়াও বক্তব্য দেন প্রভাষক জেসমিন আরা খানম, মোঃ শরিয়ত উল্লাহ, মোঃ মনিরুজ্জামান, মোঃ বাছের আলী, মোঃ তাপস রশীদ, মোঃ মাকসুদুর রহমান, মোঃ আনোয়ারুজ্জামান, মোঃ আব্দুল হাই মোঃ আব্দুল মালেক, ছাত্রদলের সরকারি কলেজ শাখার আহবায়ক শাওন, বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির আলমডাঙ্গা সরকারি কলেজ শাখার সভাপতি মোঃ সাইফুল ইসলাম, অপর অনুষ্ঠানে বাংলাদেশ ছাত্রপক্ষের পক্ষ থেকে শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনটির প্রতিনিধি মোঃ সাদী হাসান। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় সংসদের সহ সম্পাদক রাকিব মাহমুদসহ কলেজ নেতৃবৃন্দ।