নিজস্ব প্রতিবেদক: যশোরে নিখোঁজের একদিন পর রিপন হোসেন (৩২) নামে এক যুবকের মরদেহ মিলেছে বাড়ির উঠানে। এসময় তার গলায় লুঙ্গি পেঁচানো ছিল। নিহত রিপন সদর উপজেলার আরবপুর ইউনিয়নের খোলাডাঙ্গা এলাকার আব্দুস সামাদের ছেলে।
জানা গেছে, রোববার দুপুর ৩ টার পর থেকে নিখোঁজ ছিল রিপন। স্বজনরা খোঁজ করেও তার সন্ধান মেলেনি। পরে রাত সোয়া ১২ টা দিকে নিজ বাড়ির উঠানে তার গলায় লুঙ্গি পেঁচানো মৃতদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যরা। কিভাবে রিপনের মৃত্যু হয়েছে এটা স্বজনদের অজানা।
কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত কাজী বাবুল হোসেন জানান, রিপনের মৃত্যু নিয়ে সন্দেহ রয়েছে। এটা হত্যা না আত্মহত্যা ময়নাতন্ত রিপোর্ট ছাড়া বলা সম্ভব নয়।