প্রেসবিজ্ঞপ্তি: ‘তৃণমূলের সংগঠন সংহত করি গণতন্ত্র, সুশাসন ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করি’ এই স্লোগানকে সামনে নিয়ে ১৫ সেপ্টেম্বর বাংলাদেশ মহিলা পরিষদের যশোর জেলা শাখা কার্যালয়ে বিকালে সাংগঠনিক মাস উপলক্ষে তৃণমূলের নারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা কমিটির সহসভাপতি রোজিনা রহমান।
বক্তব্য রাখেন-কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবা শেফা, জেলা কার্যকরী কমিটির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সুলতানা রহমান জলি, ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক খুরশীদা জাহান খাঁন, লিগ্যালএইড সম্পাদক অ্যাড. কামরুন নাহার কনা, অর্থ সম্পাদক উম্মে মাকসুদা মাসু, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতানা পারভীন, সদস্য রুমা পারভীন, সদস্য জোৎস্না রানী ঘোষ প্রমুখ।