Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে বিভিন্ন কলেজে একাদশ শ্রেণির পাঠদান শুরু, শিক্ষার্থীদের বরণ

এখন সময়: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর , ২০২৫, ০৫:৩১:৪৮ পিএম

 

মিরাজুল কবীর টিটো: ২০২৫-২০২৬ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।  ক্লাস শুরুর প্রথম দিনে সোমবার যশোরের বিভিন্ন কলেজে নবীনবরণ ও ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়। এদিন কলেজের শিক্ষার্থীদের জন্য ছিল অন্যরকম উৎসবমূখর পরিবেশ।

এম এম কলেজ

সরকারি এম এম কলেজে সকালে ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়। এ ক্লাসে ফুল ও একাডেমিক ক্যালেন্ডার দিয়ে নবাগত শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়। প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের বরণ করে নেন অধ্যক্ষ প্রফেসর ড. মিজানুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. হারুন অর রশিদ।

একাদশ শ্রেণির ভর্তি কমিটির আহবায়ক প্রফেসর অসীম কুমার দত্তের সভাপতিত্বে শিক্ষকরা উপস্থিত ছিলেন। এ কলেজের ভর্তি হয়েছে ৭৬০ শিক্ষার্থী।

সরকারি মহিলা কলেজ

সরকারি মহিলা কলেজে নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষকরা ফুল দিয়ে নবাগত ছাত্রীদের বরণ করে নেন।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ প্রফেসর নাজমুল হাসান ফারুক।

বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর আলাউদ্দীন, শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম।

একাদশ শ্রেণির ভর্তি কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক মিজানুর রহমানের সভাপেিত্ব বক্তব্য রাখেন প্রফেসর আবু সাদাত মো. আলী রেজা, প্রফেসর নাসিরুল ইসলাম, নবীন ছাত্রী সাবিয়া নওশিন, দ্বাদশ শ্রেণির ছাত্রী তাসনিয়া রহমান প্রমুখ। এ কলেজের ভর্তি হয়েছে ৬৫০ ছাত্রী।

 সরকারি সিটি কলেজ

সরকারি সিটি কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়।

অধ্যক্ষ প্রফেসর দেলোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল হালিম, শিক্ষক পরিষদের সম্পাদক সহযোগী অধ্যাপক মাহামুদুর রহমান, একাদশ শ্রেণির ভর্তি কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম প্রমুখ। আলোচনা শুরুর পূর্বে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এ কলেজের ভর্তি হয়েছে ৫৮৭ শিক্ষার্থী।

ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ

ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়। অধ্যক্ষ জেএম ইকবাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক ড. আবু মো. সাহাদাৎ হাসান, সহকারী অধ্যাপক নাসিরুজ্জামান, সহকারী অধ্যাপক নাজনীন আক্তার প্রমুখ। পরিচালনা করেন প্রভাষক আলফাজ উদ্দীন। আলোচনা শুরুর পূর্বে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এ কলেজের ভর্তি হয়েছে ৬০০ শিক্ষার্থী।

উপশহর মহিলা কলেজ

উপশহর মহিলা কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়। আলোচনা শুরুর পূর্বে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এরপর শুরু হয় আলোচনা । অধ্যক্ষ সাইদুর রহমান পান্নুর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক আব্দুল মান্নান, সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, আশরাফ আলী, সহকারী অধ্যাপক মোয়াজ্জেম হোসেন প্রমুখ। এ কলেজের ভর্তি হয়েছে ২৫০ ছাত্রী।

হামিদপুর আল হেরা কলেজ

হামিদপুর আল হেরা কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়।

অধ্যক্ষ মফিজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপাধ্যক্ষ সাইফুল ইসলাম তুহিন, সহকারী অধ্যাপক আব্দুল হাকাম, সহকারী অধ্যাপক আশরাফ আলী, সহকারী অধ্যাপক বিধান দত্ত প্রমুখ। এ কলেজে ভর্তি হয়েছে ৩৫০ শিক্ষার্থী। আলোচনা শুরুর পূর্বে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

এম এসটিপি গার্লস স্কুল এন্ড কলেজ

এম এসটিপি গার্লস স্কুল এন্ড কলেজে ওরিয়েন্টেশন ক্লাসের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে ছাত্রীদের বরণ করে নেন গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন।

অধ্যক্ষ খায়রুল আনামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ফারজানা করিম, প্রভাষক তৌহিদুর রহমান, সহকারী শিক্ষক বীথিকা দে প্রমুখ। এ কলেজের ভর্তি হয়েছে ৫০ ছাত্রী।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)