সুব্রত সরকার, মহম্মদপুর (মাগুরা): মাগুরার মহম্মদপুর উপজেলায় গণপিটুনিতে এক চোরের মৃত্যু হয়েছে। নিহতের নাম ইসরাফিল, তিনি উপজেলার জাঙ্গালিয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে চুরির অভিযোগে এলাকাবাসী ইসরাফিলকে আটক করে। এ সময় গণপিটুনির শিকার হলে গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ইসরাফিলের বিরুদ্ধে মহম্মদপুর থানা ছাড়াও বিভিন্ন থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: কাজী মো: আবু আহসান জানান,” স্থানীয়রা অর্ধমৃত অবস্থায় ইসরাফিল কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে তাকে আমরা সর্বোচ্চ চিকিৎসা প্রদান করি এবং তার স্বজনদের খোঁজার চেষ্টা করি, কিন্তু স্বজনদের খবর পাওয়া যায়নি, চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়, আমাদেরও জায়গা থেকে আমরা সর্বোচ্চ চিকিৎসা দিয়েছি তাকে তারপর মৃতের লাশ পুলিশের কাছে হস্তান্তর করি “
থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহমান জানান, “ আমরা সংবাদ পাওয়া মাত্রই স্বাস্থ্য কমপ্লেক্সে যেয়ে তাকে মৃত অবস্থায় পাই, তারপর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা মর্গে পাঠাই ময়নাতদন্ত শেষ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে, তিনি আরো জানান এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।