Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে সাংবাদিককে গালাগালি ও হুমকি, নিন্দা

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর , ২০২৫, ০৮:৪২:০৬ এম

 

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ ও দেখে নেয়ার হুমকি দিয়েছেন অভিযুক্ত এক জামায়াত নেতার ভাই হাসান আলী। বুধবার দুপুর ২ টার দিকে শহরের উপজেলা কৃষি অফিসের সামনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হাসান আলী উপজেলার কমলাপুর গ্রামের মোবাশ্বের আলীর ছেলে। তিনি ইসলামী ব্যাংক কালীগঞ্জ শাখায় নৈশ প্রহরী পদে কর্মরত।

নাগরিক টেলিভিশনের জেলা প্রতিনিধি মিশন আলী বলেন, দুপুরের দিকে পেশাগত দায়িত্ব পালনের জন্য উপজেলা কৃষি অফিসে যায়। সেখান থেকে বের হয়ে আসার সময় সেই জামায়াত নেতার ভাই হাসান আলী গতিরোধ করে। এ সময় আমি মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে পড়ি। এ সময় তিনি আমার কাছে নিউজ করে কি লাভ হয়েছে সেটি জানতে চেয়েছেন। এরপর তিনি অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন। উল্লেখ্য, উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়ন জামায়াতের যুব শাখার নেতা বিল্লাল হোসেনের নামে গণমাধ্যমে নারীঘঠিত একটি খবর বের হওয়া নিয়ে এ ঘটনাটি ঘটেছে ।

এদিকে দৈনিক কালেরকণ্ঠ ও অনলাইন নিউজ পোর্টাল সবুজদেশ নিউজ ডটকমে এই নিউজ প্রকাশ করায় সাংবাদিক নয়ন খন্দকারের নামে থানায় একটি জিডি করেছেন জামায়াত নেতা বিল্লাল হোসেন।

সাংবাদিক নয়ন খন্দকার জানান, মঙ্গলবার রাতে বিল্লাল হোসেন তাকে ফোন দেন। এ সময় তিনি সংবাদ প্রকাশ করায় হত্যার হুমকি দেন। তিনি এ বিষয়ে থানায় অভিযোগ করবেন বলেও জানান।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে অবশ্যই তদন্ত সাপেক্ষে দোষীদের ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

এদিকে সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মিশন আলীকে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি এবং সাংবাদিকের নামে নামে মিথ্যা জিডি করায় ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজল, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আহমেদ নাসিম আনসারী, ঝিনাইদহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি শিপলু জামান, সাধারণ সম্পাদক রাজিব হাসান, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সময় টিভির লোটাস রহমান সোহাগ, কালীগঞ্জ প্রেসক্লাবের সদস্য আজিবর রহমান, রফিকুল ইসলাম মন্টু, জামির হোসেনসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা অবিলম্বে হাসান আলীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)