Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

কালীগঞ্জে জমির ন্যায্য মূল্যের দাবিতে মানববন্ধন, মহাসড়ক অবরোধ

এখন সময়: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর , ২০২৫, ০৮:৪২:১১ এম

 

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ-যশোর ৬ লেন মহাসড়ক উন্নীতকরণে ক্ষতিগ্রস্ত স্থাপনা, জমির মালিক ও ব্যবসায়ীদের ন্যাযমূল্য দেয়ার দাবিতে বুধবার কালীগঞ্জে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করা হয়েছে। ঘন্টাব্যাপী অবরোধ চলাকালে মহাসড়কটির দু’ধারে শত শত যানবাহন আটকা পড়ে। এ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম ও থানার ওসি শফিকুল ইসলাম। এ সময় আন্দোলনকারীদের দাবির মুখে কালীগঞ্জ ইউএনও ঝিনাইদহ জেলা প্রশাসকের সাথে কথা বলে আলোচনার মাধ্যমে দাবি পূরনের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়। 

সকালে শহরের মেইন বাসস্ট্যান্ডে এ কর্মসূচির আয়োজন করে ক্ষতিগ্রস্ত জমির মালিক ও ব্যবসায়ীরা। এতে ব্যানার ফেস্টুন নিয়ে ক্ষতিগ্রস্ত শত শত ভূমি মালিক, ব্যবসায়ীসহ স্থানীয় নানা শ্রেণীপেশার মানুষ অংশ নেয়। এ সময় ক্ষতিগ্রস্ত জমির মালিকদের পক্ষে বক্তব্য রাখেন, আলহাজ শহিদুল ইসলাম, বদরুজ্জামান, আবু জাফর, ডা: জহুরুল ইসলাম, মশিয়ার রহমান ও সাবেক কমিশনার আনোয়ার হোসেনসহ অন্যান্যরা।

মানববন্ধন থেকে বক্তারা অভিযোগ করেন, সরকার মহাসড়কের দু’ধারে অধিগ্রহণকৃত জমির ন্যায্য মূল্য দিচ্ছে না।   শহরের প্রতি শতক জমির মূল্য কোটি টাকার উপরে হলেও নামমাত্র ৬ লাখ টাকা ধার্য করেছে। কোথাও কোথাও প্রতি শতক জমি ১৮’শত থেকে ৮ বা  ১০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। এতে আমরা সর্বশান্ত হয়ে পড়ব। তারা আরো বলেন, বাড়ি বা প্রতিষ্ঠানের ন্যায্য মূল্য বা সম্পূর্ণ ক্ষতিপূরণ না দিয়ে আংশিক দেবার পরিকল্পনা করেছে কর্র্তৃপক্ষ। এমতাবস্থায় ভুক্তভোগীদের পথে বসতে হবে।

এরপর মানববন্ধন শেষে ঝিনাইদহ-যশোর মহাসড়কে টায়ার জ¦ালিয়ে অবরোধ শুরু করে। প্রায় ঘন্টাব্যাপী অবরোধে ঝিনাইদহ থেকে যশোর, কুষ্টিয়া ও ঢাকাগামী সকল রুটের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। শেষে ইউএনও দেদারুল ইসলাম ঘটনাস্থলে এসে আলোচনার মাধ্যমে আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়। এ সময়ে আন্দোলনকারীদের পক্ষে সহমত জানিয়ে বক্তব্য রাখেন বিএনপি নেতা ইলিয়ানস রহমান মিঠু, মাহববুবুর রহমান মিলন ও জামায়াত নেতা মাও. ওরিয়ার রহমান। সর্বশেষ অবরোধ থেকেই আন্দোলনকারীরা তিন দিনের মধ্যে দাবি না মানলে পরিবার পরিজন নিয়ে আত্মাহুতিসহ আরো কঠোর কর্মসূচি ডাকার হুঁশিয়ারি দেন।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)