নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার বিরামপুর শীলা রায় চৌধুরী মাধ্যমিক বিদ্যালয়ে বুধবার দুপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বর্তমান প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আজাহারুল ইসলাম।
আমন্ত্রিত অতিথি ছিলেন যশোর আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তূজা ছোট। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, স্কুলের দাতা সদস্য অনুপ রায় চৌধুরী।
স্কুলের সভাপতি অ্যাডভোকেট মুক্তাদিরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক অসীম দাস। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক জাহিদুল ইসলাম। এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ২১ শিক্ষার্থীকে ক্রেস্ট দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। সশেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।