ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি : ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৪ আগস্ট ইসির সর্বশেষ গেজেটে জেলার চারটি আসন কমিয়ে তিনটিতে সীমিত করা হয়েছে। এর প্রতিবাদে এবং চারটি আসন বহালের দাবিতে বাগেরহাট সর্বদলীয় সম্মিলিত কমিটি ডাকা কর্মসূচির অংশ হিসেবে ফকিরহাটে অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফকিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শরিফুল কামাল কারিমের নেতৃত্বে উপজেলা নির্বাচন অফিস চত্ত্বরে অবরোধ কর্মসূচিতে অংশ গ্রহন করে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা-কর্মিরা। এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নোমান আল মেহেদী, সাবেক যুগ্ম আহবায়ক শেখ গোলাম মোস্তফা, কবির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসাধারণ সম্পাদক শেখ আ: ছালামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসময় নেতা-কর্মিরা জানান, বাগেরহাট জেলায় চারটি সংসদীয় আসন পুনর্বহাল না করা হলে লাগাতার কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।