ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশে ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক কাজী ইনাম আহমেদকে যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি থেকে অপসারণের দাবিতে আন্দোলন অব্যাহত রয়েছে। মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়ার পর বুধবার অবস্থান কর্মসূচি পালন করেছেন যশোরের ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়রা। তাকে অবিলম্বে কমিটি থেকে প্রত্যাহার না করলে আন্দোলন চালিয়ে যাওয়াসহ কঠোর কর্মসূচির হুশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। আন্দোলনের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় প্রেস ক্লাব যশোরে সংবাদ সম্মেলনের ডাক দিয়েছেন তারা। এদিকে, বুধবার সকালে ক্রীড়া সংগঠক এবং খেলোয়াড়বৃন্দ ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে যশোর শামস্-উল-হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ক্রিকেট গ্যালারির নিচে অবস্থান কর্মসূচি পালন করেন। জেলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাহতাব নাসির পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, যাদের হাতে ক্রীড়াঙ্গণ ধ্বংস হয়েছে,তাদেরকে আবার যশোরের ক্রীড়াঙ্গণে পুর্নাবাসন করার অপচেষ্টা মেনে নেয়া হবে না। বিগত দিনে কাজী ইনাম কাগজে কলমে যশোর জেলা ক্রীড়া সংস্থার সাথে জড়িত ছিলেন কিন্তু দৃর্শমান কোনো সফলতা নেয়। আমরা জানতে চাই কার সুপারিশে এবং কোন অথরিটির মাধ্যমে তিনি জেলা ক্রীড়া সংস্থায় এডহক কমিটিতে সংযুক্ত হলেন। বিগত দিনে নিজের স্বার্থে যশোর জেলা ক্রীড়া সংস্থাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছেন কাজী ইনাম। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, সাবেক ক্রিকেটার মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, মোস্তাক নাসির টনি, সোনালী অতীত ক্লাব যশোরের সভাপতি এ বি এম আখতারুজ্জামান, ক্রীড়া সংগঠক সোহেল মাসুদ হাসান টিটো, শামীম এজাজ, রায়হান সিদ্দিকী প্রবাল, সোহেল আল মামুন নিশাদ, সাবেক ফুটবলার হালিমা রেজা, যশোর জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মাসুদ রানা বাবু প্রমুখ।