Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহম্মদপুরে জামায়াতের আমিরের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

এখন সময়: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর , ২০২৫, ০৩:৩৪:৪৪ এম

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে বৃহস্পতিবার মাগুরা জেলা জামায়েত ইসলামের আমীর এমবি বাকেরকে তার দলীয় পদ থেকে অপসারনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জুলাই যোদ্ধারা। ২৪ ঘন্টার মধ্যে অপসারন না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারীও দিয়েছেন তারা । বৃহস্পতিবার সকালে মহম্মদপুর প্রেসক্লাবে জুলাই যোদ্ধারা ও শহীদ পরিবারের লোকজন এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে বলেন, মাগুরা জেলা জামায়েত এর আমীর অধ্যাপক এমবি বাকের পলাশবাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পদধারী নেতা ও জুলাই আন্দোলনে নিহত আহাদ-সুমনের হত্যা মামলার আসামীদের জামিন প্রাপ্তিতে সহায়তা স্বরুপ জামায়াতের নিজ দলের কর্মী হিসেবে  প্রত্যায়নপত্র দিয়েছেন। যার কারনে হত্যাকান্ডের সহিত জড়িত বেশ কয়েকজন আসামী জামিনে মুক্তি পায়। এটা শহীদদের আত্বত্যাগের সহিত বেইমানী বলে উল্লেখ করেন। প্রত্যায়নপত্রের মাধ্যমে শহীদদের লাশ বিক্রি করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন। তারা বলেন এটি জামায়াতে ইসলামীর দলীয় কর্মকান্ড নয় বরং একজন ব্যাক্তির রাজনৈতিক দ্বিচারিতা। অনৈতিক অর্থনৈতিক লেনেদেনের মাধ্যমে প্রত্যায়নপত্র দেওয়া জেলা জামায়েত ইসলামীর আমীরের অপসারনের দাবী জানান জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে  জামায়াতের অমিরকে অপসারন না করা হলে কঠোর আন্দোলনের হুশিয়ারী প্রদান করেন তারা। 

সংবাদ সম্মেলনে উপস্থিত শহীদ সুমনের মা অঝোরে কাঁদতে কাঁদতে বলেন, আন্দোলনে নিহত আমি এক সন্তান হারা মা। আমার সন্তান হত্যার বিচার আজও আমি পেলামনা অথচ জামায়াতের আমির হত্যাকারীদের মামলা থেকে জামিন পেতে প্রত্যায়নপত্র দিয়ে তাদের জামিন করিয়েছেন যেটা আমার সন্তানের লাশের সাথে বেইমানী। আমি প্রতারক জেলা জামায়াতের আমিরের এমন অনৈতিক কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সেই সাথে তার পদ থেকে অপসারনের জোর দাবী জানাই।  

মাগুরা জেলা জামায়াত এর আমীর এমবি বাকের হোসেন  বলেন, আমার নিকট অনেকেই প্রত্যায়ন নিতে আসে। আমার কাছে বেশ কয়েকজন তাদের তথ্য গোপন করে প্রত্যায়ন পত্রটি নিয়েছেন । প্রত্যায়নপত্র নেওয়া কয়েকজন আওয়ামী পরিবার ও দলীয় পদধারী নেতা এবং আহাদ- সুমন হত্যা মামলার আসামি এটা আমার জানা ছিলনা।  ওটা আমার অনাকাংখিত ভুল হয়েছে ।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)