ফুলতলা (খুলনা) প্রতিনিধি: জাতীয়তাবাদী শ্রমিক দল ফুলতলা উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক মোঃ ইসমাইল হোসেন মোড়ল শনিবার বিকালে ফুলতলা বাজারস্থ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে সাংবাদিক সম্মেলন করেন। এ সময় লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করে বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার পতনের পর কতিপয় দুষ্কৃতকারী বিএনপির ছত্রছায়ায় এসে লুটপাট চাঁদাবাজি ও দখলবাজি করে আসছে। ফুলতলা বিএনপির সিনিয়র নেতারা অবগত থাকলেও তারা এদের বিরুদ্ধে কোনরূপ ব্যবস্থা নিচ্ছে না। ফুলতলা উপজেলা শ্রমিক দলের কমিটি নিয়ে ৫ আগস্ট পরবর্তী হাইব্রিড নেতা ও সন্ত্রাসীদের সাথে বিরোধ চলে আসছিল।
গত ১৬ সেপ্টেম্বর খুলনা জেলা শ্রমিক দল নেতৃবৃন্দ আমাকে আহবায়ক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। তারই ধারাবাহিকতায় শুক্রবার বিকালে কতিপয় সন্ত্রাসীরা আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে একটা পালসার মটরসাইকেল ভাংচুর ও জীবননাশের হুমকি দেয়। এ ব্যাপারে ফুলতলা থানায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১৫ ব্যক্তিকে আসামি করে অভিযোগ দায়ের করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জেল্লাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন। সাংবাদিক সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা শ্রমিক দলের আংশিক আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ ইলিয়াস হোসেন ভুইয়া, যুগ্ম আহবায়ক মোঃ রেজাউল ইসলাম রাজু, মোঃ জাহাঙ্গীর সিকদার, মোঃ ইকবাল হোসেন মোড়ল, মোঃ সিরাজ মোড়ল, মোঃ মাসুম ভুইয়া ও সদস্য মোঃ ছলেমান লঙ্কর। সাংবাদিক সম্মেলনে শ্রমিক দল নেতা ইসমাইল হোসেন মোড়ল প্রশাসন ও দলের সিনিয়র নেতৃবৃন্দের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও প্রতিকারের দাবি জানিয়েছেন।