Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দেবহাটা থানায় দুর্গাপূজা উদযাপনে বিশেষ আলোচনা সভা

এখন সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর , ২০২৫, ১২:০৩:২৯ এম

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটা থানার আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে উদযাপনে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় দেবহাটা থানার মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান। প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার দেবহাটা সার্কেল হাফিজুর রহমান। দেবহাটা থানার এসআই রিয়াজুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দেবহাটা থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাহবুবুল আলম, দেবহাটা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মহিউদ্দিন সিদ্দিকী, দেবহাটা উপজেলা জামায়াতের আমীর মাও. অলিউল ইসলামসহ অন্যান্যরা। সভায় শারদীয় দূর্গাপূজা স্বাড়ম্বরভাবে ও শান্তিপূর্ণভাবে উদযাপনে প্রতিটি মন্দিরে নিজস্ব স্বেচ্ছাসেবক, সিসি ক্যামেরা, মন্দিরের নিরাপত্তা নিশ্চিত করা, বিসর্জনের দিন সন্ধ্যা ৭টার আগে বিসর্জন করা, যানজট নিরসনে কার্য্যকরী পদক্ষেপ গ্রহনসহ শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের সার্বিক বিষয় নিশ্চিত করার জন্য আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়। এবছর আইনশৃঙ্খলা বাহিনী পূজা উদযাপনে সর্বদা তাদের দায়িত্ব পালন করবে বলে পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)