নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহের মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৮৬ সালের এসএসসি ব্যাচের উদ্যোগে মঙ্গলবার বিকালে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে বিদ্যালয়ের র্কীর্তিমান প্রয়াত শিক্ষকবৃন্দের বিদেহি আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৯৮৬ সালের এসএসসি ব্যাচের ছাত্র হাসান শহিদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এটিএম খাইরুল আনাম, মহেশপুর সরকারী পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকুর আলী, জেলা বিএনপির সদস্য ও মহেশপুর পৌর সভার সাবেক মেয়র অ্যাড. আমিরুল ইসলাম খান চুন্নু, মহেশপুর সরকারী ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।