Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

দেবহাটায় অনুমোদন বিহীন সার মজুদ ও বিক্রির অভিযোগে জরিমানা

এখন সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর , ২০২৫, ১২:০৩:২৮ এম

 

দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: দেবহাটায় ইউএনওর ভ্রাম্যমাণ আদালত পরিচালানার মাধ্যমে অনুমোদনবিহীন সার মজুদ ও বিক্রির অভিযোগে একজনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযুক্তকে সতর্ক করা হয়েছে।

দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের হাদীপুর ক্লাব মোড় নামক স্থানে একটি দোকান থেকে অবৈধভাবে সার মজুদ ও বিক্রি করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা মঙ্গলবার ৩০ সেপ্টেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসারের সাথে উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা উপস্থিত ছিলেন। অভিযানে নিবন্ধন গ্রহণ ব্যতিত অনুমোদন বিহীনভাবে সার প্যাকেটজাতকরণ ও বিক্রয় করার অপরাধে দোকানের মালিক নলতা গ্রামের মৃত রাশেদের ছেলে রমজান হোসেন (৩৮) কে সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ এর আওতায় নগদ ২ লাখ টাকা জরিমানা করা হয়। ইউএনও মিলন সাহা জানান, এধরনের অবৈধ ব্যবসায়ীরা রাষ্ট্রের শত্রু। তারা সরকারকে ফাঁকি দিয়ে এই অবৈধ কাজ পরিচালনা করছে। এতে সরকারের সাথে সাথে কৃষির সাথে জড়িত সকলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে ইউএনও জানান।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)