নিজস্ব প্রতিবেদক, মহেশপুর : ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বুধবার বিকেলে কোটচাঁদপুর হাইস্কুল মাঠে কোটচাঁদপুর পৌর সভায় সাবেক মেয়র সিরুমিয়ার স্মরণে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক, পৌর বিএনপির সভাপতি ও কোটচাঁদপুর পৌর সভার সাবেক মেয়র এসকে সালাউদ্দীন বুল বুল সিডল, জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক আব্দুস সবুর খান, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহসভাপতি তারেকুজ্জামান তারেক, মহেশপুর পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আনিসুর রহমান রিপনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
এর পূর্বে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল কাটচাঁদপুর পৌর সভায় সাবেক মেয়র সিরুমিয়ার কবর জিয়ারত করেন।