ফুলতলা (খুলনা) প্রতিনিধি: জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনসহ ৫ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফুলতলা উপজেলা জামায়াতের আয়োজনে বুধবার বিকালে স্থানীয় দলীয় কার্যালয়ে এক সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আমির অধ্যাপক আঃ আলিম মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ গাওসুল আজম হাদী। প্রধান আলোচক চিলেন শেরেবাংলা কৃষি বিদ্যালয়ের প্রফেসর ফিরোজ মাহমুদ। অন্যানের মধ্যে বক্তৃতা করেন নায়েবে আমীর মাও. শেখ মুঃ ওবায়দুল্লাহ, সেক্রেটারী মাও. সাইফুল হাসান খান, শেখ মুঃ আলাউদ্দিন, শিক্ষক নেতা অধ্যক্ষ গাজী মারুফুল কবির, অধ্যাপক নাসির উদ্দিন ফারাজী, শ্রমিক নেতা মোজাম্মেল হক, ব্যাংকার গাজী টিপু সুলতান, পোস্ট মাস্টার শহিদুল ইসলাম, সেলিম আহমেদ মহলদার, মাও. মোস্তাফিজুর রহমান, অধ্যাপক রেজাউল ইসলাম প্রমুখ।