Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

যশোরে স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ প্রবাসীর

এখন সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর , ২০২৫, ১১:০১:০৪ এম

নিজস্ব প্রতিবেদক: প্রেমের সম্পর্কে বিয়ে করে যশোরে এক প্রবাসীর প্রায় আট লাখ টাকা আত্মসাৎ ও তার সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। সজিব হোসেন (২৪) নামে ওই প্রবাসী তার স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে কোতয়ালি থানায় লিখিত অভিযোগে করেছেন। সজীব হোসেন শহরের শংকরপুর বটতলা মসজিদ ইসাহাক সড়ক এলাকার মামুন হোসেনের ছেলে।

লিখিত অভিযোগে তিনি উলে¬খ করেন, ২০১৮ সালে কর্মসংস্থানের উদ্দেশ্যে মধ্যপ্রাচ্যের দেশ লেবাননে যান তিনি। প্রবাসে অবস্থানকালে ফেসবুকের মাধ্যমে জান্নাতুল নাহার মুনমুনের (২৩) সাথে তার পরিচয় হয়। মুনমুনের মা আকলিমা খাতুন (৪৫) এ সম্পর্ক মেনে নিয়ে দেশে ফিরে তাদের বিয়ে দেবেন বলে আশ্বাস দেন। এক পর্যায়ে তারা সোনার গহনা তৈরির অজুহাতে মানিগ্রামের মাধ্যমে তিন লাখ টাকা পাঠাতে বলেন। পরে জমি কেনার প্রলোভন দেখিয়ে আরও পাঁচ লাখ টাকা পাঠাতে বলেন। প্রবাসী সজীব টাকা পাঠালে অভিযুক্তরা তা উঠিয়ে নেয়।

দেশে ফেরার পর তাদের বিয়ে হয়। বিয়ের পরে তিনি জানতে পারেন; তার নামে জমি না কিনে মুনমুনের বড় বোন মীমের নামে জমি রেজিস্ট্রি করা হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ করায় মুনমুন সংসার না করার হুমকি দেন। পরবর্তীতে স্থানীয়ভাবে সালিশের চেষ্টা ব্যর্থ হলে ৮ অক্টোবর সকালে গহনা ও জমির বিষয়ে কথা বলায় মুনমুন তার মায়ের বাড়িতে চলে যান।

সজীব হোসেনের অভিযোগ, উভয়ে তার প্রবাস জীবনের সঞ্চয় আত্মসাৎ করেছে এবং এখন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার হুমকি দিচ্ছে। স্থানীয় বেশ কয়েকজন বিষয়টি জানেন।

এই অভিযোগটি তদন্ত করছেন কোতয়ালি থানার এসআই চঞ্চল কুমার। তিনি বলেছেন, তদন্ত করে অভিযোগের সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)