Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

হাসপাতালে খাবার দিতে গিয়ে লাশ হলেন মা, আহত মেয়ে হাসপাতালে

এখন সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর , ২০২৫, ১১:০১:০৩ এম

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: বাড়ি থেকে স্বজন এক রোগীর জন্য রাতের খাবার নিয়ে হাসপাতালে যাচ্ছিলেন আলেয়া খাতুন (৪৫)। কিন্তু পথেই মাঝেই এক দুর্ঘটনায় নিজেই লাশ হয়ে পৌঁছাল হাসপাতালে। এ সময় তার সাথে থাকা শিশু কন্যা মারিয়াও আহত হয়। হৃদয়বিদারক এমন দুর্ঘটনাটি ঘটেছে শনিবার রাত সাড়ে ৭টার দিকে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দুলালমুন্দিয়া এলাকায়। নিহত আলেয়া উপজেলার আগমুন্দিয়া গ্রামের মধু কাজীর স্ত্রী। তাদের শিশু কন্যাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানায়, আলেয়া খাতুনের বোনের ছেলের বউ কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ছিল। তার জন্য খাবার নিয়ে রাত সাড়ে ৭ টার দিকে অটোভ্যানযোগে ওই হাসপাতালে যাচ্ছিলেন। পথে যশোর-ঝিনাইদহ মহাসড়কের দুলালমুন্দিয়া এলাকায় পৌছলে হঠাৎ অটো ভ্যানের এক্সেল ভেঙে যায়। এতে সড়কের উপরে ছিূূটকে পড়ে ওই নারী ও তার শিশু কন্যা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা কমপ্লেক্সে নেবার পথে আলেয়ার মৃত্যু হয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন বলেন, হাসপাতালে পৌঁছানোর আগেই অতিরিক্ত রক্তক্ষরণে ওই নারীর মৃত্যু হয়েছে। একই সাথে তার আহত শিশু কন্যা মারিয়াকে ভর্তি করে চিকিৎসা চলছে। তবে শিশুটির অবস্থা আশঙ্কামুক্ত বলে জানান তিনি।

কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সড়কে দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, স্বজনদের আপত্তি না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)