Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

মহেশপুরে ঘর ভাঙা ও রাস্তা দখল করে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন

এখন সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর , ২০২৫, ০১:২৯:৫২ এম

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর  : মহেশপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মনোরঞ্জন কর্মকারের ছেলে সন্ন্যাসী কর্মকারের ঘর ভাঙা ও বাড়ি থেকে বের হওয়ার রাস্তা দখল করে নেয়ায় শনিবার দুপুরে মহেশপুরে সাংবাদিক সম্মেলন করেছেন।

সাংবাদিক সম্মেলনে সন্ন্যাসী কর্মকার লিখিত বক্তব্যে বলেন, তারা মহেশপুর শহরে পৌরসভার ১০৯ নাম্বার মহেশপুর মৌজার ৬৫৪ নাম্বর দাগে বসবাস করে আসছেন। তাদের শরিকের কাছ থেকে ক্রয়সূত্রে মালিক আরশেদ আলীরা তার কাছ থেকে সম্প্রতি গাড়াবাড়িয়া গ্রামের রজব আলী মোল্লা ছেলে আলী কদর ওরফে ফজি মোল্লা জমি ক্রয় করেন। বর্তমানে পুরাতন বিল্ডিং ভেঙে নতুন করে মার্কেট তৈরি করছেন। এসময় তাদের ঘরের একটা দেয়াল জোরপূর্বক ভেঙে ফেলা হয়েছে এবং রাস্তার জমি দখল করে টিন দিয়ে ঘিরে রেখেছেন।

বিষয়টি তাদের একাধিক বার জানালেও রফিব মোল্লা কোন কথা আমলে না নিয়ে নানাভাবে হুমকি-ধামকি দিয়ে যাচ্ছেন। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

সম্মেলনে আরো বলেন, আমি মহেশপুর পৌরসভায় এবিষয়ে ন্যায় বিচার পাওয়ার জন্য আবেদন করেছি। সম্মেলনে তার ভাই সনজিৎ কর্মকার ও সাধান কর্মকার একই কথা বলেন।   

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)