Ad for sale 100 x 870 Position (1)
Position (1)

আইন শৃঙ্খলা কমিটির সভায় যশোরে‘আইন শৃঙ্খলার অবনতিতে’ উদ্বেগ

এখন সময়: মঙ্গলবার, ১৪ অক্টোবর , ২০২৫, ১০:৫৮:৫০ এম

মিরাজুল কবীর টিটো: যশোরে অতিরিক্ত সড়ক দুর্ঘটনা, শহরে ইজিবাইক ও ব্যাটারি চালিত রিকসার কারণে যানজট, চুরির মাত্রা বৃদ্ধি, যানবাহনের উচ্চ শব্দ নিয়ন্ত্রণ, জমিজমা সংক্রান্ত বিরোধে সংঘর্ষ, নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রের ব্যবহার রোধসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে আইন শৃঙ্খলা সভায়। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় উদ্বেগও প্রকাশ করা হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার আইনশৃঙ্খলা কমিটির সভায় অংশগ্রহনকারীরা ওই উদ্বেগের কথা জানান।

সভায় বলা হয়, যশোর জেলায় এক মাসে ১০টি সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ও আহত হয়েছে ৯জন। সেই সাথে চুরি সংঘটিত হয়েছে ৩৬টি। জেলায় সড়ক দুর্ঘটনা, শহরে যানজট ও চুরি বেড়ে যাওয়ায় আইন শৃঙ্খলা সভায় উদ্বেগ প্রকাশ করা হয়। কমিটির সদস্যরা বলেছেন, দূর্গাপূজায় কঠোর পদক্ষেপ নেয়ায় শহরে যানজট কম ছিল। সেই পদক্ষেপ ধরে রাখতে না পারায় ফের যানজট বেড়েছে। মাদকাসক্ত যুবকরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছে। ফলে সড়ক দুর্ঘটনা বেড়েছে।

সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইরুফা সুলতানার উপস্থাপন করা তথ্যে জানানো হয়, খুলনা বিভাগে মোট ৩৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে যশোর জেলায় সড়ক দুর্ঘটনা হয়েছে ১০টি। যা অন্য জেলার চেয়ে বেশি। নিহত ৩০ জনের মধ্যে যশোরেই ১৩ জন। আর আহত ২৯ জনের মধ্যে যশোরে ৯জন।

জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, তার দলের কোন কর্মী যদি অপরাধের সাথে জড়িত থাকে; তাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হচ্ছে। সেই সাথে পুলিশকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। বর্তমানে যশোরে আশংকাজনকভাবে চুরি বেড়েছে। মাদকাসক্ত ও বেকার কিশোর-যুবক এই অপকর্মের সাথে জড়িত। এ ব্যাপারে পুলিশি তৎপরতা বাড়াতে হবে। কোন রাজনৈতিক দল অপরাধীদের সাপোর্ট দেবে না। মাদকাসক্ত যুবকেরা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে থাকে। যে কারণে সড়ক দুর্ঘটনা বাড়ছে। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।

তিনি আরো বলেন, দুর্গাপূজায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশ কঠোর পদক্ষেপ নেয়ায় যানজট কম ছিল। এ পদক্ষেপ ভেঙে পড়ায় শহরে যানজট ফের বেড়েছে। ব্যাটারি চালিত অটোরিকসা কোথায় তৈরি হচ্ছে তার তথ্য নিয়ে পদক্ষেপ নিতে হবে। তিনি প্রশ্ন ছুড়ে বলেন, শহরে অ্যাম্বুলেন্সের মাত্রাতিরিক্ত উচ্চ শব্দের হুইসেল ও মাইকিং বিশৃঙ্খলা সৃষ্টি করছে। কেন এটা বন্ধ হচ্ছে না।

চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি আলহাজ¦ মিজানুর রহমান খান বলেন, প্রতি মাসের আইনশৃঙ্খলা সভায় রাস্তার উপর বাস থামিয়ে রাখার বিষয়ে আলোচনা হয়। অথচ এটা বন্ধে কোনো পদক্ষেপ নেয়া হয় না। একদিকে রাস্তা চলাচলের অনুপোযোগী। অন্যদিকে রাস্তার ৮০ শতাংশ জায়গা জুড়ে বাস রাখায় সড়ক দুর্ঘটনা ঘটছে। বাস মালিক ও শ্রমিকদের সাথে আলোচনা করে এ বিষয়টি সমাধান করা জরুরী।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন বলেন, শহরে অটোরিকসা ও ইজিবাইকের কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া জরুরী। আর এগুলোর ব্যাটারি যেসব জায়গায় চার্য দেয়া হয় সেটা বৈধ কি-না খোঁজ নেয়া দরকার। তিনি বলেন, জমিজমা সংক্রান্ত ঘটনায় স্থানীয়দের সালিশ করার দায়িত্ব দেয়া হয়। থানায় অভিযোগ নেয়া হয় না।  এতে অনেকইে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

জেলা জামায়াতে ইসলামীর আমির গোলাম রসুল বলেন, জমিজমা সংক্রান্ত সালিশে বাণিজ্য হয়ে থাকে। যাদের টাকা নেই তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে আইনের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। রাস্তার উপর বাস রাখা বন্ধের বিষয়ে ব্যবস্থা নেয়ার কথাও বলেন তিনি।

প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন, যশোরের রাস্তা খারাপ থাকায় দুর্ঘটনা ঘটছে। এজন্য চলাচলে সতর্ক থাকতে হবে। অটোরিকসা ও ইজিবাইক চলাচলে আলোচনার মাধ্যমে পদক্ষেপ নিতে হবে।

বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ বলেন, সীমান্ত দিয়ে মাদক ও অস্ত্র দেশে আসতে না পারে। এজন্য নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দারাও কাজ করছে। এ কাজে সীমান্তবাসীদের সহযোগিতা চাওয়া হয়েছে।

যুব জামায়াতে ইসলামীর সেক্রেটারী কামরুল ইসলাম বলেন, এখনো অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি। নির্বাচন আসলে অবৈধ অস্ত্রের ঝনঝনানি হবে। আগামী দিনে পরিস্থিতি আরো খারাপ হবে। এজন্য অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়া জরুরী।

এ সময় বক্তব্য রাখেন আইন শৃঙ্খলা কমিটির সদস্য ফিরোজ বুলবুল কলি, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত, প্রেসক্লাব যশোরের সাবেক সহসভাপতি নূর ইসলাম প্রমুখ।

জেলা প্রশাসক আজাহারুল ইসলাম জানান, যানজট নিরসনে ট্রাফিক পুলিশ, পৌরসভাসহ সংশ্লিষ্টদের সাথে সভা করে সিদ্ধান্ত নেয়া হবে। সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সহযোগিতায় দূর্গাৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে।

তিনি বলেছেন, যশোরে সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক ব্যবস্থার উন্নতি করতে হবে। এ বিষয়ে পৌরসভা, ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্টদের সাথে সভা করে সিদ্ধান্ত নেয়া হবে। তিনি মোবাইল কোর্টের ওপর (ভ্রাম্যমাণ আদালত) আরো বেশি জোরদার করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেন। মোবাইল কোর্ট পরিচালনা বেশি হলে অপরাধ কমবে বলে তিনি মন্তব্য করেছেন।

Ad for sale 100 x 870 Position (2)
Position (2)
Ad for sale 225 x 270 Position (3)
Position (3)
Ad for sale 225 x 270 Position (4)
Position (4)